Ridge Bangla

জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে রূপান্তরের আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি জুলাই মাসকে ‘গণজাগরণ ও ঐক্যের মাস’ হিসেবে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী আয়োজনে তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে এই জুলাই মাসেই শিক্ষার্থীদের নেতৃত্বে সূচিত হয়েছিল এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থান। সেই আন্দোলন আমাদের মুক্তির স্বাদ এনে দিয়েছিল। এটি ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক, ফ্যাসিবাদ বিরোধী গণজাগরণ। তার মূল বার্তা ছিল রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, “২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় যে ৩৬ দিনের আন্দোলন হয়েছিল, তা আমাদের রাষ্ট্রের কাঠামো ও গণতান্ত্রিক সংস্কৃতিতে নতুন দিশা দেখিয়েছে। আমরা সেই সময় শুধু তাৎক্ষণিক দাবি আদায় করিনি, বরং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি। সেই পথচলা এখনো চলমান।”

প্রধান উপদেষ্টা জানান, “প্রতি বছর এই মাসে কর্মসূচি পালন করে আমরা স্বৈরাচারের সম্ভাব্য উত্থান রুখে দিতে পারি। আমাদের আর ১৬ বছর অপেক্ষা করতে হবে না। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এই সময়টিই হবে নতুন প্রতিজ্ঞার সময়।”

তিনি বলেন, “জুলাই-আগস্টের এই কর্মসূচি কেবল স্মরণ নয়, এটি একটি নতুন শপথ। গত বছরের মতো আবারও জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ছাত্র, কৃষক, শ্রমিক, নারী-পুরুষ, সব শ্রেণির মানুষকে নিয়ে গড়ে তুলতে হবে গণতান্ত্রিক আন্দোলনের বলয়।”

উপদেষ্টা অনুষ্ঠান শেষে ঘোষণা দেন, “আমি জাতির পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”

আরো পড়ুন