Ridge Bangla

জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হলেন অভিনেত্রী কেয়া পায়েল

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল সম্প্রতি যুক্ত হয়েছেন একটি বিতর্কিত অনলাইন জুয়া কোম্পানির সঙ্গে। ‘বিজে স্পোর্টস’ নামের এই জুয়া প্ল্যাটফর্মের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি- এমন তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনে অংশও নিয়েছেন কেয়া পায়েল। বিজ্ঞাপন ভিডিওটি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করেছেন। যদিও এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জুয়া খেলা ও এর প্রচারণা বাংলাদেশে আইনগতভাবে নিষিদ্ধ হলেও সম্প্রতি বেশ কিছু শোবিজ তারকা এই ধরনের প্রচারণায় যুক্ত হচ্ছেন। এর আগে একই বিতর্কে জড়িয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, পরীমনি, নুসরাত ফারিয়া, শবনম ইয়াসমিন বুবলী ও জান্নাতুল পিয়া। এবার সেই তালিকায় যোগ হলো কেয়া পায়েলের নাম।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনলাইন জুয়ার প্রচারণার অভিযোগে তিনজন ইউটিউবারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু আলোচিত তারকাদের ক্ষেত্রে এখনো কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার নজির দেখা যায়নি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, “প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে সাইবার স্পেসে জুয়া অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। চলতি সপ্তাহে উপদেষ্টা পরিষদে এটি অনুমোদন পেলে জুয়াসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে।”

আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে থাকলেও এখন পর্যন্ত তারকাদের এই কর্মকাণ্ডে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেখা যায়নি। কেয়া পায়েলের এই অংশগ্রহণ তাই নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

আরো পড়ুন