Ridge Bangla

জুবিন গার্গের শেষ মুহূর্তের ভিডিও করা সহশিল্পী গ্রেপ্তার

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর ঘটনায় আসাম পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন গায়কের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত। এই গ্রেপ্তারের পর মোট চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল চলাকালে জুবিন গার্গ একটি পার্টিতে অংশগ্রহণ করেন। পার্টির সময় স্কুবা ডাইভিং করার পর তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময়ই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোস্বামী ও অমৃতপ্রভা।

ভিডিও ফুটেজে দেখা যায়, গার্গের খুব কাছে সাঁতার কাটছিলেন শেখর জ্যোতি গোস্বামী, আর সেই মুহূর্ত ভিডিও করছিলেন অমৃতপ্রভা মহন্ত। পুলিশ ছয় দিন ধরে তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর শেষ পর্যন্ত গ্রেপ্তার করেছে। এর আগে ১ অক্টোবর গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের ম্যানেজার শ্যামকানুকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, ষড়যন্ত্র এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনার পর ভারতীয় মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। ভক্তরা এবং সংগীত জগতের অন্যান্য শিল্পীরা এই মৃত্যুকে শোকের সঙ্গে স্মরণ করছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। জুবিন গার্গের মৃত্যুর এই রহস্যজনক ঘটনায় ইতিমধ্যেই দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, আর এখন তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক উন্মোচনের চেষ্টা চালাচ্ছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন