ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর রহস্য নতুন মোড় নিয়েছে। সিঙ্গাপুরে কনসার্টে অংশগ্রহণের সময় ১৯ সেপ্টেম্বর আকস্মিকভাবে মৃত্যুবরণ করার পর থেকে ঘটনাটি ধোঁয়াশার মধ্যে ছিল। এবার বিশেষ তদন্তকারী দল জুবিনের চাচাতো ভাই ও আসাম পুলিশের আধিকারিক সন্দীপন গার্গকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর সন্দীপনের স্ত্রী গরিমা গার্গ জানিয়েছেন, জুবিন ও সন্দীপনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং জুবিন তাকে খুব ভালোবাসতেন। তিনি বলেন, “পরিবার ন্যায়বিচারের আশায় রয়েছে এবং বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রাখে।”
জুবিন গার্গ সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে পারফর্ম করতে গিয়ে মারা যান। ৫২ বছর বয়সী এই শিল্পী একটি ইয়ট ভ্রমণের সময় সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে যান। ঘটনার সময় সন্দীপন ইয়টেই ছিলেন। পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয় এবং সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এছাড়া আসাম পুলিশ তাকে সাময়িক বরখাস্ত করেছে।
গরিমা বলেন, “সন্দীপন সম্প্রতি পুলিশে যোগ দিয়েছেন এবং মডেলিং ও অভিনয়ে যুক্ত ছিলেন। জুবিন নতুন প্রতিভাদের উৎসাহ দিতেন। সন্দীপন তার প্রথমত কাজিন হওয়ায় জুবিন তাকে খুব ভালোবাসতেন।”
এদিকে আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তিনি সিঙ্গাপুরের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে মামলা সম্পর্কিত কূটনৈতিক দিক নিয়ে আলোচনা করবেন। মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে জুবিনের ম্যানেজার, ব্যান্ড সদস্য, সহশিল্পী ও ফেস্টিভাল ব্যবস্থাপক। অভিযোগের মধ্যে রয়েছে খুন, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, অপরাধমূলক ষড়যন্ত্র ও অবহেলার কারণে মৃত্যু ঘটানো।