Ridge Bangla

জুবিনের মৃত্যুর রহস্য: ন্যায়বিচার চেয়ে আবেদন গরিমার

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যু এখনো অনির্বচনীয় রহস্যে আবৃত। ঘটনার ২৪ দিন পেরিয়ে গেলেও প্রশ্নের তুলনায় উত্তর মেলেনি, শোকের সঙ্গে মিশেছে ক্ষোভ ও কৌতূহল। পুলিশ ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করেছে, তবে প্রতিদিন নতুন তথ্য ও মোড়ের খোঁজ মিলছে। এরই মধ্যে স্বামীর মৃত্যুর ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া স্ত্রী গরিমা গর্গ এক আবেগময় বার্তা দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গরিমা সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে বিয়ের পরের একটি পুরোনো ছবি শেয়ার করেছেন। ছবিটি ২০০২ সালের, যা একটি ম্যাগাজিনের জন্য তোলা হয়েছিল। ছবিতে নববধূর রূপে সিঁথিতে সিঁদুর পরে দেখা যাচ্ছে গরিমাকে।

তাতে গরিমা লিখেছেন, “আমাদের সম্পর্ক চিরদিনের। আমরা আবারও শিগগিরই এক জায়গায় হব। আপাতত আমাকে এতটাই শক্তি দাও যাতে তোমার ন্যায়বিচার পেতে পারি।” এই বার্তা শুধু গরিমার নয়, জুবিনের লাখো অনুরাগীরও প্রতিধ্বনি।

জুবিনের মৃত্যুতে সংশ্লিষ্ট অন্য কারো উপস্থিতি ও ঘটনা এখনও অনিশ্চিত। তাই দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন গরিমা। তিনি বলেন, “আমরা ন্যায়বিচার চাই। কোনো অশান্তি চাই না, শান্তিপূর্ণভাবে বিচার চাই।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন