Ridge Bangla

জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয়: কেয়া পায়েল

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা ২০২৪ সালের ৮৩.০৪ শতাংশের তুলনায় অনেকটাই কম। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা আগের বছরের চেয়ে প্রায় এক লাখ কম। এবার ফল ঘোষণায় আনুষ্ঠানিকতার কোনো আয়োজন ছিল না।

ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের উৎসাহ দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তারকা বার্তা দিচ্ছেন। এর মধ্যে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল একটি মানবিক ও ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, “জীবনে মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট। জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয়। এসএসসি রেজাল্ট ২০২৫।”

তার এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই মন্তব্যের মাধ্যমে সমর্থন জানান। একজন লিখেছেন, “একদম ঠিক বলেছ আপু। তবে মানুষ ভাবে পড়াশোনার বাইরে জীবন নেই।” আরেকজন বলেন, “সফলতা এমনি আসে না। কঠোর পরিশ্রম আর ধৈর্য থাকতে হয়।”

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। ফল তৈরি করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতির ভিত্তিতে।

অভিনয় ক্যারিয়ার ও সামাজিক জীবনের নানা ব্যস্ততার মাঝেও কেয়া পায়েলের এই বার্তা অনেক শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তার বক্তব্যে স্পষ্ট—শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও, সেটিই পুরো জীবনের সংজ্ঞা নয়। মানুষের মতো মানুষ হওয়াই শেষ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন।

আরো পড়ুন