মাইদুল রাকিবের নির্মাণ ও সাজু মুনতাসীরের প্রযোজনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফাঁকা আওয়াজ’-এর শুটিং শুরু হয়েছে। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ও সামান্তা পারভেজ।
গত বুধবার থেকে পিরোজপুর শহর ও আশপাশের মনোরম লোকেশনে শুটিং শুরু হয়। নির্মাতা মাইদুল রাকিব ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কলাকুশলীদের নিয়ে শুটিংয়ে অংশ নেন। শহরের শহিদ মিনার প্রাঙ্গণ ও টাউন কাব মাঠ নাটকের প্রধান শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়েছে।
সামাজিক ও মানবিক বিষয়ভিত্তিক এই নাটকটিতে সমাজের নানা বাস্তবতা তুলে ধরা হবে বলে জানিয়েছেন নির্মাতা। তিনি আশা প্রকাশ করেন, গল্প ও উপস্থাপনার কারণে নাটকটি দর্শকদের মুগ্ধ করবে।
শুটিং আগামী সোমবার পর্যন্ত চলবে, এরপর শুরু হবে সম্পাদনা ও প্রচারের প্রস্তুতি। নাটকের জুটি জাহের ও সামান্তা জানিয়েছেন, তাঁরা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কাজ উপহার দেওয়ার চেষ্টা করছেন। শিল্পী ও নির্মাতা সবাই আশা করছেন, ‘ফাঁকা আওয়াজ’ দর্শকপ্রিয়তা অর্জন করবে এবং বাংলা নাটকে নতুন ধারার সাফল্যের উদাহরণ তৈরি করবে।