Ridge Bangla

জামালপুরে ৬ তলা ভবন থেকে স্কুলছাত্রীর লাফ

জামালপুরের বকশীগঞ্জে উলফাতুনেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার আলো অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটো) -তে তার মৃত্যু হয়।

২১ জুলাই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সহপাঠীদের সামনে সহকারী শিক্ষক নূর মোহাম্মদের বকুনি ও টিসি দেওয়ার হুমকির পর অভিমানে আলো প্রথমে ব্লেড দিয়ে নিজের হাত কাটেন এবং পরে ছয়তলা ভবন থেকে লাফ দেন বলে অভিযোগ উঠেছে।

আলো গুরুতর আহত অবস্থায় প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিটোতে পাঠানো হয়, যেখানে তিনি এক সপ্তাহের বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা যান।

নিহতের বড় বোন আঁখি আক্তার বলেন, “শিক্ষকের অপমান ও মানসিক চাপ সহ্য করতে না পেরে আলো লাফ দিয়েছে। আমরা তার শাস্তি চাই।”

এ ঘটনায় নিহত আলোর চাচা আবুল কালাম শিক্ষক নূর মোহাম্মদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন