সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামো সংস্কার নিয়ে আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (১৮ মে) সকাল ১১টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হয়।
কমিশনের ভাইস চেয়ারম্যান ড. আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে জামায়াতের পক্ষে নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
এর আগে গত ২৬ এপ্রিল প্রথম দফায় জামায়াতের সঙ্গে বৈঠক হয়েছিল। তবে তখন সব প্রস্তাব ও সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়নি। দ্বিতীয় দফার আলোচনায় সংবিধান সংস্কার, নির্বাচন পদ্ধতি, জাতীয় কাউন্সিল (NCC) গঠনসহ পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়।
জামায়াত বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন এবং উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার পক্ষে মত দেয়। দলটি আরও জানিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাবেও তারা একমত।
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৫ ফেব্রুয়ারি এবং ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথক আলোচনা শুরু করে। এ পর্যন্ত ৩৯টি রাজনৈতিক দলের কাছে মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে এবং পর্যায়ক্রমে সবার সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে কমিশন।