রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। কিছুক্ষণ পরই জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় লাঠিসোটা নিয়ে দুই পক্ষের কর্মীরা একে অপরকে আঘাত করতে থাকে। এতে নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের একাধিক নেতা-কর্মী গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা কর্মীরা জানান, নুরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ১০ মিনিটের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু তারা সরে না গেলে সেখানে ব্যাপক লাঠিচার্জ চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় নুরসহ আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে এই হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উত্তেজনা বেড়েছে, এই সংঘর্ষ তারই বহিঃপ্রকাশ।