Ridge Bangla

জাদুকারি বোলিং সবার সেরা তাসকিন আহমেদ

বাংলাদেশের গতিময় পেসার তাসকিন আহমেদ বারবার চোটে পড়েও হার মানেননি। ইনজুরি কাটিয়ে বারবার ঘুরে দাঁড়ানো যেন তার নেশা। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকলেও তৃতীয় ও নির্ধারণী ম্যাচে ফিরে তিনি যেন ঝড় তুলেছেন বল হাতে। তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে উঠে এসেছেন এক অনন্য রেকর্ডের শীর্ষে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে অন্তত ১৫০ ওভার বল করা পেসারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট এখন তাসকিন আহমেদের। এ সময়ে ২৭ ইনিংসে ৪৬ উইকেট তুলে নেওয়া তাসকিন রান দিয়েছেন মাত্র ৪.৮৭ ইকোনমি রেটে।

বর্তমান সময়ের ক্রিকেটে যেখানে রানপ্রবাহ থামানো দুরূহ কাজ, সেখানে তাসকিনের এই নিয়ন্ত্রিত বোলিং তাকে বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে প্রমাণ করেছে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, যিনি ২৬ ইনিংসে ৪৯ উইকেট শিকার করে ইকোনমি রেখেছেন ৫.১৫। এরপর আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (১৯ ইনিংসে ৩৩ উইকেট, ইকোনমি ৫.৩২), অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড (২২ ইনিংসে ৩০ উইকেট, ইকোনমি ৫.৩৮) এবং ভারতের মোহাম্মদ সিরাজ (২৭ ইনিংসে ৪৭ উইকেট, ইকোনমি ৫.৪১)।

চোট থেকে ফিরে বারবার প্রমাণ করেছেন নিজের মান, নিজের গুরুত্ব। ধারাবাহিকতা ও ফিটনেস ধরে রাখতে পারলে তাসকিন আহমেদের সামনে অপেক্ষা করছে আরও বড় মঞ্চ, আরও বড় সাফল্য।

আরো পড়ুন