Ridge Bangla

জাতীয় সমাবেশের মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বক্তব্য চলাকালে হঠাৎ তিনি দাঁড়িয়ে কাঁপতে থাকেন এবং অপ্রত্যাশিতভাবে মঞ্চে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে ধরে দাঁড় করান। কিছুটা সুস্থতা অনুভব করলে তিনি আবার বক্তব্য শুরু করেন। তবে কয়েক মুহূর্ত পর তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন।

দ্বিতীয়বার অসুস্থ হওয়ার পর মঞ্চেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন উপস্থিত চিকিৎসকরা। স্বেচ্ছাসেবকরাও তাৎক্ষণিকভাবে তৎপরতা শুরু করেন। অনেকে তাকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিলেও তিনি দৃঢ়ভাবে বসে থাকার সিদ্ধান্ত নেন। অসুস্থ অবস্থায়ই তিনি সমাপনী বক্তব্য শেষ করেন।

তিনি বলেন, “আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, ততক্ষণ লড়াই চলবে, ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না।”

তিনি আরও বলেন, “মানুষের সেবা করার সুযোগ পেলে মালিক হব না, সেবক হব। জামায়াতে ইসলাম যদি কখনো সরকার গঠন করে, তাহলে কোনো দুর্নীতি করবে না। শুল্ক পরিশোধ করেই গাড়িতে চড়বে।”

তার এই আবেগঘন বক্তব্যে সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান, হাততালি ও সংহতির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। পুরো মঞ্চ এবং আশপাশের এলাকা হয়ে ওঠে আবেগময় ও প্রতিজ্ঞাপূর্ণ এক পরিবেশে।

আরো পড়ুন