Ridge Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল ব্যবহারে বাধ্যতামূলক নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত গুগল ওয়ার্কস্পেস ই-মেইল প্ল্যাটফর্ম ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই ই-মেইল প্ল্যাটফর্মই হবে একমাত্র অনুমোদিত যোগাযোগের মাধ্যম। ১৪ আগস্ট ২০২৫ এর পর থেকে কলেজ প্রোফাইল, EMS, ভর্তি কার্যক্রম, কলেজ পরিদর্শন দপ্তরের কার্যক্রমসহ সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক যোগাযোগ কেবল এই অফিসিয়াল ই-মেইলের মাধ্যমেই সম্পন্ন হবে।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো বার্তা প্রেরণের ক্ষেত্রেও কেবল প্রদত্ত অফিসিয়াল ই-মেইল আইডি ব্যবহার করতে হবে। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল থেকে পাঠানো বার্তা গ্রহণযোগ্য হবে না।

ই-মেইল ব্যবহারে কোনো প্রশ্ন থাকলে ICT বিভাগে কর্মরত সিস্টেম অ্যানালিস্ট মো. মোবারক হোসেনের (ই-মেইল: mobarak.hossain@nu.ac.bd, মোবাইল: ০১৯২৩-৫০৮৮০৬) সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন