দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম থেকে ‘বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা’, ‘শেখ রাসেল’, ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (২২ জুন) এই প্রজ্ঞাপন জারি এবং সোমবার (২৩ জুন) রাতে তা প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয়তা, প্রশাসনিক সরলতা এবং বাস্তবিক পরিচিতি বিবেচনায় দীর্ঘ নাম পরিবর্তন করে সহজ ও সংক্ষিপ্ত নাম নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ২৮ মে তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৯ ফেব্রুয়ারি ২০২৫ সালের চিঠির আলোকে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
তালিকাভুক্ত কলেজগুলোর মধ্যে রয়েছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ, পল্লবী, ঢাকা’ (নতুন নাম: পল্লবী সরকারি কলেজ), ‘সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ, ডাসার’ (নতুন নাম: ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়), ‘সরকারি শেখ রাসেল ডিগ্রি কলেজ, কোটালীপাড়া’ (নতুন নাম: কলাবাড়ী সরকারি ডিগ্রি কলেজ), ‘সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, মিরপুর, ঢাকা’ (নতুন নাম: মিরপুর সরকারি মহিলা কলেজ), এবং ‘সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, তারাকান্দা’ (নতুন নাম: তারাকান্দা সরকারি ডিগ্রি কলেজ)।
সংশ্লিষ্ট কলেজগুলোকে এখন থেকে প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাগত নথিপত্রে নতুন নাম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওয়েবসাইট, অফিসিয়াল চিঠিপত্র, সাইনবোর্ড ও ইমেইলে পরিবর্তিত নাম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তরকে প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ এবং সংশ্লিষ্ট কলেজগুলোকে ই-মেইলে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।