Ridge Bangla

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসন প্রতিহত করবে জুলাই ঐক্য

জাতীয় প্রেস ক্লাবে গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের যে চেষ্টা চলছে, তা প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে বিপ্লবী সংগঠন জুলাই ঐক্য। শনিবার (৩০ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাকার অনিবন্ধিত সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (আওয়ামীপন্থি) নেতারা সরাসরি গণহত্যার পক্ষে অবস্থান নেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন। এই নেতাদের নামে একাধিক হত্যা মামলা চলমান আছে। ২৪ আগস্ট ১৯৭৫ সালের বিপ্লবী অভ্যুত্থানের সময় হাসিনা সরকারের দমন কার্যক্রমে তারা সাংবাদিকতার আড়ালে ছাত্রজনতার বিরুদ্ধে কাজ করেছিলেন।

জুলাই ঐক্য জানায়, প্রেস ক্লাবের অফিসটি দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর সম্প্রতি আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের আলোচনা শুরু হয়েছে। তারা স্পষ্ট জানাচ্ছে, প্রেস ক্লাবে যদি আবারও আওয়ামী লীগের সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা করা হয়, তবে বিপ্লবী সাংবাদিক ও ছাত্রজনতা মিলে তা প্রতিহত করা হবে। নতুন করে অফিস খোলার দায়িত্বে থাকবে জুলাইতে ভূমিকা রাখা সাংবাদিকরা অথবা জাতীয়তাবাদী ও ইসলামী মতাদর্শের সাংবাদিক সংগঠনগুলো।

সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যেসব সাংবাদিকের নামে গণহত্যা ও হত্যার মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় শহিদ পরিবার মাঠে নেমে আসলে সরকারের দায়ভার থাকবে। এছাড়া এখনও যেসব আসামি সাংবাদিক প্রেস ক্লাবের সদস্য, তাদের সদস্যপদ বাতিল ও প্রবেশ বন্ধের দাবি জানিয়েছে জুলাই ঐক্য।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন