Ridge Bangla

জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাগ্রত জুলাই’ কর্তৃক শেখ হাসিনার ফাঁসি কার্যকর

বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর এবং ২৪ জুলাইয়ের গণহত্যার অভিযোগে প্রতীকীভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি কার্যকর করেছে ছাত্র-জনতার একটি অংশ। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টার পরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই আয়োজন করে ‘জাগ্রত জুলাই’ ও ‘জুলাই ঐক্য’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় নেতা এবি জুবায়ের, সাংবাদিক ও জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী, শামীম হামিদি এবং অন্যান্য সংগঠনের সদস্যরা।

‘জাগ্রত জুলাই’ সংগঠনের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদাউস প্রতীকী রায় ঘোষণা করেন। ফাঁসি কার্যকরের পূর্বে মেডিকেল পর্যবেক্ষণ করেন রায়হান মাদ্রাজী। ফাঁসির মঞ্চে জল্লাদের ভূমিকা পালন করেন আলিফ জাওফি, ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মোস্তফা হোসাইন এবং পুরো মঞ্চায়ন পরিচালনায় ছিলেন আজিজ সাইফুল্লাহ।

আয়োজনে সভাপতিত্ব করেন কবি মুন্সি বোরহান মাহমুদ, যিনি জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুখপাত্র।

বক্তারা বলেন, এ প্রতীকী ফাঁসি যেন একদিন বাস্তবতার রূপ নেয়। তারা আইনি কাঠামো সংস্কার করে দ্রুত বিচার সম্পন্নের আহ্বান জানান। গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির আগেই দায়ীদের শাস্তি কার্যকর দেখতে চান বলেও তারা বক্তব্যে উল্লেখ করেন।

আরো পড়ুন