Ridge Bangla

জাতীয় পার্টি নিষিদ্ধের আইনগত দিক যাচাই করছে সরকার: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। একইসঙ্গে জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবি উঠায় এর আইনগত দিক যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, নুরের ওপর হামলা নিন্দনীয় ও অপরাধমূলক। তিনি প্রশ্ন তোলেন, “যদি গণহত্যা, সন্ত্রাস ও ফ্যাসিবাদের দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তবে জাতীয় পার্টি কেন নয়?” তার দাবি, ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত ক্ষমতায় থেকে জাপা জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তাই তাদের বিরুদ্ধে যে নিষিদ্ধের দাবি উঠেছে, সেটি এখন আইনি দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ‘মব’ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারলেও যেখানেই সহিংসতা ঘটছে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ১৭ বছরের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ এখন নানা ঘটনায় প্রতিফলিত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।

দুর্নীতি প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, দেশ এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে চব্বিশের শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমরা জীবন উৎসর্গ করেছেন। তিনি সতর্ক করে বলেন, “নতুন বাংলাদেশে দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না, তাদের মুখোশ উন্মোচন করা হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন