দলীয় কোন্দল এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগের জেরে জাতীয় পার্টির (জাপা) শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটেছে। দলের মহাসচিব পদে শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দেওয়ার পর জাপা চেয়ারম্যান জিএম কাদের তিন জ্যেষ্ঠ নেতাকে সব ধরনের দলীয় পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন—সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং সদ্য বহিষ্কৃত মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
সোমবার (৭ জুলাই) দলের দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, গত ২৫ জুন আয়োজিত মতবিনিময় সভায় জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলেন এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরবর্তীতে ২৮ জুন অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায়ও এসব অভিযোগ প্রমাণিত হয়। ফলে জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারম্যান জিএম কাদের তাদের সব দলীয় পদ থেকে অব্যাহতি দেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাপার অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে অসন্তোষ ও বিভাজন চলছিল। নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নিয়োগের মাধ্যমে দলের মধ্যে শৃঙ্খলা ও ঐক্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দলটি আশা করছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে নেতৃত্বে স্থিতি আসবে এবং আগাম দিনের রাজনৈতিক কর্মকৌশলে স্পষ্টতা তৈরি হবে।