গত ৪ এপ্রিল ভারতের নন্দিত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার প্রয়াত হন। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে বলিউড পাড়া। শোক জানান ভারতসহ বিশ্বের নানা প্রান্তের মানুষ। এনডিটিভি জানিয়েছে, বার্ধক্যের নানা জটিলতায় ভুগছিলেন মনোজ; মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
আজ শনিবার (৫ এপ্রিল) সকালে ভারতের জাতীয় পতাকায় মোড়ানো হয় তার শবদেহ এবং গাড়ি সাজানো হয় তিরঙ্গা রঙা ফুলে। তাকে শেষ বিদায় জানাতে রাস্তায় নামে মানুষের ঢল। তার পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মনোজের শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠজনরা।
শেষ বিদায়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন। ছেলে আরবাজ খানকে নিয়ে আসেন চিত্রনাট্যকার ও পরিচালক সেলিম খান, যিনি নিজেও বার্ধক্যের ভারে দুর্বল।
মনোজের শেষকৃত্যে অমিতাভ ও সেলিম খানকে পরস্পরকে আলিঙ্গন করতে দেখা যায়। এ সময় সেলিম খানকে হাত ধরে এগিয়ে নিয়ে যান অমিতাভ। উল্লেখ্য, ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোটি কাপড়া আউর মকান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন মনোজ কুমার ও অমিতাভ বচ্চন।
শেষ শ্রদ্ধা জানাতে আসা অন্যদের মধ্যে ছিলেন মনোজের দীর্ঘদিনের বন্ধু প্রেম চোপড়া, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, নির্মাতা ফারাহ খান, সজিদ খান, সঙ্গীত পরিচালক আনু মালিকসহ আরও অনেকে।
মনোজের বন্ধু প্রেম চোপড়া বলেন, “প্রথম থেকেই আমরা একসঙ্গে কাজ করেছি। এক দারুণ সফর। তার সঙ্গে কাজ করেছে এমন প্রত্যেকেরই কোনো না কোনোভাবে উপকার হয়েছে। আমারও হয়েছে। তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন।”
শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় এই কিংবদন্তি অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়। বেলা ১২টার দিকে মুম্বাইয়ের জুহুর পবনহংস শ্মশানে তার দাহ সম্পন্ন হয়েছে বলে এনডিটিভির খবরে উল্লেখ করা হয়।