Ridge Bangla

জাতীয় নির্বাচন ঘিরে ৯ হাজার র‍্যাব সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর অংশ হিসেবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ঢাকায় শুরু হবে প্রথম ধাপের প্রশিক্ষণ, যেখানে বিভিন্ন পদমর্যাদার প্রায় ৯ হাজার র‍্যাব সদস্য অংশ নেবেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত র‍্যাবের অধিনায়ক সম্মেলনেও নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের সদস্যদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় দেশের ১৫টি ব্যাটালিয়নের অধিনায়করা সরাসরি উপস্থিত ছিলেন এবং সারাদেশের সব ব্যাটালিয়ন অনলাইনে যুক্ত হয়।

র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, “৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ঢাকায় প্রশিক্ষণ চলবে। পরে প্রশিক্ষকরা দেশের বিভিন্ন ব্যাটালিয়নে গিয়ে অন্য সদস্যদের প্রশিক্ষণ দেবেন।” তিনি মাঠ পর্যায়ের সদস্যদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে র‍্যাবের বিভিন্ন আভিযানিক বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। র‍্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, আগামী নির্বাচনে কীভাবে কার্যকরভাবে দায়িত্ব পালন করা যায়, সে বিষয়ে পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। এছাড়া কক্সবাজারে র‍্যাব-১৫ ব্যাটালিয়নের নিজস্ব কার্যালয়ের অভাবসহ বিভিন্ন সমস্যার কথাও আলোচনায় উঠে আসে। নীতিনির্ধারকরা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অন্যদিকে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের মতামত নিয়ে পুলিশ সদরদপ্তর ইতোমধ্যে ৯টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর এসব উদ্যোগ নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার প্রত্যাশা জোরদার করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন