Ridge Bangla

জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে ইসি

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার (৬ আগস্ট) আগারগাঁওয়ের ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নেব। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি।”

তিনি আরও বলেন, নির্বাচন পর্যন্ত প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না।

এর আগে, মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আসন্ন রমজানের আগেই, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করার জন্য তিনি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবেন।

ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাব। চিঠিতে অনুরোধ থাকবে, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের। প্রবাসী ভোটারদের অংশগ্রহণও এবারের নির্বাচনে নিশ্চিত করতে চাই।”

তিনি আরও বলেন, “প্রয়োজনীয় সব প্রস্তুতির জন্য আমরা কাল থেকেই মানসিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নেব।”

এ ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরো পড়ুন