অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন। সোমবার (২৮ জুলাই) সকালে তার সরকারি বাসভবন যমুনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি পর্যালোচনা করা হয়। ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন চলাকালে সকল রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ নিশ্চিত করা, ভোটারদের নিরাপত্তা বজায় রাখা এবং ভোটকেন্দ্রগুলোতে শৃঙ্খলা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিতে নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। কোনো প্রকার ভীতি বা বাধা ছাড়া ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
প্রধান উপদেষ্টা আরও নির্দেশ দেন, নির্বাচনী সহিংসতা রোধে গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে হবে, অস্ত্র ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। নির্বাচনী সময়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।
বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্বাচনী পরিবেশ নষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং ভোটগ্রহণের দিন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।