আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে বড় আকারের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১১ জানুয়ারি) ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আলোচনায় নির্বাচন প্রস্তুতি, সমতাভিত্তিক মাঠ নিশ্চিতকরণ, গণভোট এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ নিয়ে মতবিনিময় হয়। তিনি বলেন, ইইউ বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে দেখছে। এ কারণেই তারা বড় পরিসরে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রেস সচিব জানান, গত প্রায় সাড়ে ১৬ বছরে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি। ইইউ মনে করে, আগের কয়েকটি নির্বাচন বিশ্বাসযোগ্য ছিল না। তবে এবার নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ইতিবাচক পরিবেশ ও জনউদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, ইইউ পর্যবেক্ষক দল দেশের সব অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে। বৈঠকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়নি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইইউ প্রতিনিধিকে আশ্বস্ত করে বলেন, আসন্ন নির্বাচন ও গণভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য। নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, সিসিটিভি ও নিরাপত্তারক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।