এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের ফাইনালে রংপুরের বিপক্ষে আজ মাঠে নামছে খুলনা। এরই মাঝে ম্যাচটিকে ঘিরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ (রোববার, ১২ অক্টোবর) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফাইনালের আগে ক্যাপ্টেনস মিটের জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত হয়েছিলেন দুই দলের অধিনায়ক। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনালে খুলনা বিভাগের মুখোমুখি হতে যাচ্ছে রংপুর বিভাগ।
দারুণ ছন্দে থেকে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের ফাইনাল নিশ্চিত করেছে খুলনা। অন্যদিকে প্রতিপক্ষ রংপুর ফাইনালে উঠেছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। এলিমিনেটরের পর কোয়ালিফায়ার দুইয়ে শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে ফাইনালে খেলবে দলটি। দুই দল দুই রকম পরিস্থিতিতে ফাইনালে উঠলেও তাদের লক্ষ্য এখন এক—শিরোপা জয়। আগের আসরের চ্যাম্পিয়ন হওয়ায় রংপুরের লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখা। দুই দলের এই লড়াই শুরু হবে আজ বিকাল ৫টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
গত বছর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর বিভাগ। কিন্তু এই বছর ভাগ্যের জোরে প্লে-অফে খেলার সুযোগ পায় তারা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩ উইকেটের জয়ে রান রেটে এগিয়ে থাকার সুবাদে শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট নিশ্চিত করে রংপুর।
প্লে-অফে এলিমিনেটর ম্যাচে ঢাকা বিভাগকে ১ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখে রংপুর। এরপর দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় তারা।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে জায়গা নেয় খুলনা। শীর্ষে থাকা চট্টগ্রামের সঙ্গে সমান ১১ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থান পায় খুলনা। প্রথম কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম বিভাগকে বৃষ্টি আইনে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে খুলনা। লিগ পর্বে শীর্ষে থাকা চট্টগ্রাম প্লে-অফে দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে দুই অধিনায়কই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। সেখানে শিরোপা নির্ধারণী ম্যাচে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন খুলনার অধিনায়ক মোহাম্মদ মিথুন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের অধিনায়ক আকবর আলী।
রংপুরের অধিনায়ক আকবর আলী বলেন, “ফাইনাল ম্যাচ যদিও, তারপরও আমি বলব এটা একটা অন্য আট-দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ। কিন্তু এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি। আমরা যেরকম গেম প্ল্যান করে নামি, হয়তোবা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসব। আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার।”