Ridge Bangla

জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, “যে কোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। শহীদদের রক্ত আর মায়েদের অশ্রু যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে।”

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গুলশানের বাসভবন ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি নেত্রী।

খালেদা জিয়া বলেন, “গুম, খুন ও বিচারবর্হিভূত হত্যার শিকার প্রত্যেকের তালিকা তৈরি করতে হবে। তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।” তিনি অভিযোগ করেন, “১৬ বছর ধরে আওয়ামী শাসকগোষ্ঠী একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে ফ্যাসিস্ট পন্থায় মানুষের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে।”

তিনি আরও বলেন, “গত বছরের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার সম্মিলিত গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটে। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আহতদের প্রতি রইল সহমর্মিতা। তাদের আত্মত্যাগ জাতি চিরদিন মনে রাখবে।”

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আজ সময়ের দাবি।” তিনি সবাইকে আহ্বান জানান বাংলাদেশের পুনর্গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন