Ridge Bangla

জাতীয় ঐকমত্য কমিশনের সপ্তম বৈঠক আজ, অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তির চেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ রোববার (২৯ জুন) অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে এখনো অমীমাংসিত থাকা কয়েকটি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় শুরু হবে এ বৈঠক। এতে সভাপতিত্ব করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এখন পর্যন্ত ছয়টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৯টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় হয়েছে। এসব আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হলেও কিছু বিষয় নিয়ে এখনো মতবিরোধ রয়ে গেছে।

গত বুধবার অনুষ্ঠিত ষষ্ঠ বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সাধারণভাবে ঐকমত্য তৈরি হয়। এছাড়া প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর মেয়াদ নির্ধারণে বিএনপি সম্মত হলেও নির্বাহী বিভাগের ক্ষমতা কমানোর বিষয়টি তারা মানতে রাজি নয়। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে নিয়োগের জন্য আলাদা কমিটি গঠনের প্রস্তাবও বিএনপি প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে, সংবিধানের মূলনীতি সংশ্লিষ্ট প্রস্তাবে বেশিরভাগ রাজনৈতিক দল ইতিবাচক অবস্থান নিয়েছে বলে জানা গেছে। কমিশনের ঘনিষ্ঠ সূত্র জানায়, আজকের বৈঠকে এসব বিতর্কিত ও অমীমাংসিত প্রস্তাবগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে। আলোচনার মাধ্যমে একটি ঐকমত্যে পৌঁছানোই এই বৈঠকের মূল লক্ষ্য বলে জানিয়েছে কমিশন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন