Ridge Bangla

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়লো

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি গঠিত এসআরও নম্বর ৫৫-আইন/২০২৫ অনুযায়ী কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নতুন মেয়াদ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও নিশ্চিত করা হয়। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে গঠিত এই কমিশনের কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা নিরসন ও সবার অংশগ্রহণ নিশ্চিত করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। ফলে নির্ধারিত সময়সীমা শেষে কমিশনের কার্যক্রম থেমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। তবে সরকারের সিদ্ধান্তে মেয়াদ বাড়ায় এখন কমিশন আরও এক মাস কাজ করার সুযোগ পাচ্ছে।

রাজনৈতিক মহলে এ সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ কমিশনের আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনী ব্যবস্থা, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং জাতীয় ঐকমত্য গঠনের বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলমান রয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ কমিশন গঠিত হওয়ার পর থেকেই এটি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মেয়াদ বাড়ানোর ফলে কমিশনের হাতে এখন সুপারিশ চূড়ান্ত করার অতিরিক্ত সময় মিললো।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন