বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ র্যাপোর্টিয়ার ড. মরিস টিডবল-বিনজ। তিনি জাতিসংঘ মানবাধিকার পরিষদের স্পেশাল র্যাপোর্টিয়ার অন এক্সট্রা-জুডিশিয়াল, সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের আইন প্রয়োগ ব্যবস্থায় মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিকা, ফরেনসিক পরীক্ষাগার ও ময়নাতদন্ত প্রক্রিয়ার আধুনিকায়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
আইজিপি বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশ সবসময় মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন প্রয়োগে মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আরও জানান, তদন্ত কার্যক্রম ও অপরাধ প্রমাণে ফরেনসিক প্রযুক্তি ও ময়নাতদন্ত ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান এবং অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) মো. আশিক সাঈদ।
এই সাক্ষাৎকে দুই পক্ষই বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও আইন প্রয়োগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে।