জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বিশ্বনেতাদের সামনে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান, বিগত এক বছরে সংস্কার কার্যক্রম এবং আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। রাজনৈতিক নেতাদের এই সফরসঙ্গী হওয়া আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি করেছে।
জাতিসংঘে ২৬ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অবৈধ অর্থপাচার, টেকসই উন্নয়নসহ নানা বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এ ছাড়া ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে প্রথমবারের মতো রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হবে, যেখানে তিনিও অংশ নেবেন।
প্রধান উপদেষ্টা নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্টের দেওয়া সংবর্ধনাসহ একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেও যোগ দেবেন। সফরকালে কমনওয়েলথ, ওআইসি, বিমসটেকসহ বিভিন্ন বহুপাক্ষিক বৈঠকেও বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে নিরপেক্ষতা প্রদর্শন করতে চান এবং এ সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও বৈঠক হবে। ড. মুহাম্মদ ইউনূসের এই সফরকে রাজনৈতিক সমঝোতা ও নির্বাচনপূর্ব সংকট সমাধানের উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে। তিনি আগামী ২ অক্টোবর দেশে ফিরবেন।