Ridge Bangla

জাতিসংঘে বিশ্বনেতাদের কড়া সমালোচনা ট্রাম্পের

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এক ঘণ্টাব্যাপী ভাষণ দিয়ে আবারও বিশ্বনেতাদের সমালোচনার ঝড় তোলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে দেওয়া বক্তব্যে তিনি অভিবাসন ও জলবায়ু নীতির বিরুদ্ধে অবস্থান নেন এবং সরাসরি বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, “তোমাদের দেশগুলো নরকে যাচ্ছে।”

ট্রাম্প যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি তুলে ধরে অন্যান্য দেশকেও একই ধরনের পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি একে ‘প্রতারক ধারণা’ আখ্যা দিয়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা আরও বাড়ানোর কথা বলেন। তার মতে, নবায়নযোগ্য শক্তি কোনো স্থায়ী সমাধান দিতে পারবে না।

ইউক্রেন যুদ্ধ নিয়েও সরব হন ট্রাম্প। তিনি ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, রাশিয়া যদি সমঝোতায় না আসে, তবে যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক শাস্তি ও শুল্ক আরোপ করবে। এ ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোকেও একই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্প স্পষ্টভাবে দুই রাষ্ট্র সমাধানের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন। তার দাবি, এ ধরনের উদ্যোগ কেবল হামাসকে পুরস্কৃত করবে। বরং গাজার যুদ্ধ দ্রুত বন্ধ করে জিম্মি বিনিময়ের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।

নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরে ট্রাম্প অভিযোগ করেন, জাতিসংঘ তার উদ্যোগগুলোতে সাড়া দিচ্ছে না। ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করে তিনি রসিক ভঙ্গিতে বলেন, “জাতিসংঘ থেকে আমি পেয়েছি শুধু একটা খারাপ এস্কেলেটর আর খারাপ টেলিপ্রম্পটার।”

তার এই বক্তব্য কূটনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বক্তব্য আগের মতোই বিভাজন সৃষ্টিকারী ও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কৌশল বহন করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৭৭

আরো পড়ুন