Ridge Bangla

জাতিসংঘে ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রম চলমান থাকবে।

শুক্রবার (স্থানীয় সময়) সকালে বাংলায় দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ১৯৭১ সালে সাম্য ও ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও সেই অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে সাম্প্রতিক গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, তরুণ প্রজন্ম পরিবর্তনের শক্তি।

তিনি জানান, ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে সরকার ১১টি স্বাধীন সংস্কার কমিশন গঠন করেছে। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামতের ভিত্তিতে এসব কমিশনের সুপারিশ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। যার ফলে ভবিষ্যতে যে দল ক্ষমতায় আসুক, সংস্কার কার্যক্রম বন্ধ হওয়ার সুযোগ থাকবে না।

মানবাধিকার সুরক্ষায় তার সরকারের পদক্ষেপ তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, নিখোঁজ ও নির্যাতনবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন প্রক্রিয়া চলছে। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের তিন বছরের মিশনও বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক দশকে দুর্নীতি ও লুটপাটে রাষ্ট্র দুর্বল হয়ে পড়েছিল। তাই এখন কঠিন হলেও প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস জানান, রাখাইনে বৈষম্যমূলক নীতি ও অধিকারবঞ্চনার সমাধান ছাড়া এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি আঞ্চলিক সহযোগিতা ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য ব্যবহারের আহ্বান জানান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৭৬

আরো পড়ুন