Ridge Bangla

জাতিসংঘে ইউক্রেন নিয়ে মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন

জাতিসংঘের এক সভায় ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মুখোমুখি অবস্থান নেয় যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের বিরুদ্ধে রাশিয়াকে ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়। অপরদিকে চীনও ওয়াশিংটনকে পাল্টা জবাবে দোষ চাপিয়ে সংঘর্ষ শুরুর দায় অন্যের ওপর চাপানো বন্ধ করার আহ্বান জানায়।

শুক্রবার (২৬ জুলাই) জাতিসংঘের এক সভায় চলমান ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এ উত্তপ্ত বিতর্ক হয়।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া সকল দেশকে—বিশেষ করে চীনের প্রতি আহ্বান জানান—যাতে রাশিয়ায় দ্বৈত-ব্যবহারের পণ্য রপ্তানি বন্ধ করা হয়। তিনি বলেন, এসব পণ্য রাশিয়ার যুদ্ধশিল্প ঘাঁটিতে অবদান রাখছে এবং ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা আরও বাড়িয়ে তুলছে।

চীনের জাতিসংঘ উপ-রাষ্ট্রদূত গেং শুয়াং পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, চীন ইউক্রেনে যুদ্ধ শুরু করেনি, কোনো পক্ষ অবলম্বন করেনি এবং কখনও প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি। বরং তারা ড্রোন রপ্তানিসহ দ্বৈত-ব্যবহারের উপকরণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।

তিনি আরও বলেন, “আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন ইউক্রেন ইস্যুতে দোষ চাপানো বা সংঘর্ষ তৈরি করা বন্ধ করে এবং এর পরিবর্তে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার প্রচারে আরও গঠনমূলক ভূমিকা পালন করে।”

আরো পড়ুন