জনপ্রিয় রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট এবং শব্দ প্রকৌশলী এ কে রাতুল আর নেই। রোববার (২৭ জুলাই) বিকেল পাঁচটার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ জুলাই) সকালে বনানী কবরস্থানে প্রয়াত চিত্রনায়ক জসীমের কবরেই চিরনিদ্রায় শায়িত হন রাতুল।
সংগীতাঙ্গনে রাতুলের পরিচয় ছিল এক বহুমাত্রিক প্রতিভার অধিকারী হিসেবে। ২০১৪ সালে ‘ওন্ড’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’, ২০১৭ সালে ‘টু’ এবং ২০২১ সালে প্রকাশিত ইপি ‘এইটিন’ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নিজের ব্যান্ড ছাড়াও তিনি যুক্ত ছিলেন অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি–১’ অ্যালবামের সাউন্ড প্রোডাকশনে। একইসাথে ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গেও কাজ করেছেন তিনি।
সংগীত পরিবারের সন্তান রাতুলের বড় ভাই এ কে সামী একজন ড্রামার। ছোটবেলা থেকেই সংগীতের পরিবেশে বেড়ে ওঠা রাতুল অল্প বয়সেই নিজেকে প্রতিষ্ঠা করেন একজন দক্ষ সংগীতজ্ঞ হিসেবে।
তার এই অকাল মৃত্যু সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে। সহশিল্পী, বন্ধুবান্ধব, ভক্ত এবং শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে আবেগঘনভাবে স্মরণ করছেন রাতুলকে। অনেকেই বলছেন, রাতুলের এই অপ্রত্যাশিত বিদায় যেন কিংবদন্তি বাবার মৃত্যুর স্মৃতিকে আবারও জাগিয়ে তুলল। দুই প্রজন্মের দুই শিল্পীর এই হারিয়ে যাওয়া নতুন করে নাড়া দিয়েছে হাজারো হৃদয়কে।