বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের প্রায় ৯০ কোটি দরিদ্র মানুষ সরাসরি বিপদের মুখে, যা দরিদ্র জনগোষ্ঠীর প্রায় ৮০ শতাংশ। শুক্রবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এমন সতর্কতা জানানো হয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ভারপ্রাপ্ত প্রশাসক হাওলিয়াং সু বলেন, “খরা, বন্যা, তাপপ্রবাহ ও বায়ুদূষণ এই জলবায়ু সংকট থেকে কেউই পুরোপুরি রক্ষা পাচ্ছে না, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অতি দরিদ্র জনগোষ্ঠী।” তিনি জানান, আগামী নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ–৩০)-এ এই সংকট মোকাবিলা ও দারিদ্র্য বিমোচন একসঙ্গে এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।
ইউএনডিপি ও অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের যৌথ গবেষণা অনুযায়ী, ১০৯টি দেশের ৬.৩ বিলিয়ন মানুষের মধ্যে প্রায় ১.১ বিলিয়ন মানুষ চরম বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছে, যার অর্ধেকই শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, দরিদ্র পরিবারগুলো মূলত কৃষি ও অপ্রাতিষ্ঠানিক শ্রমের ওপর নির্ভরশীল হওয়ায় তারা জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে প্রায় ৮৮৭ মিলিয়ন মানুষ সরাসরি জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে, যার মধ্যে ৬০৮ মিলিয়ন তীব্র গরমে, ৫৭৭ মিলিয়ন বায়ুদূষণে এবং ৪৬৫ মিলিয়ন বন্যায় আক্রান্ত।
দারিদ্র্য ও জলবায়ু ঝুঁকিকে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে জাতিসংঘ সতর্ক করেছে যে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে।