যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ঐতিহাসিক ওয়েস্টগেট রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে সম্পন্ন হলো বিবাহিত নারীদের জন্য মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিসেস আমেরিকা ২০২৫’। এবারের আসরে সেরা হয়েছেন জর্জিয়ার সুন্দরী পেইজ ইউইং। গতবারের মিসেস আমেরিকা হান্নাহ ওয়াইজ বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন।
সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ২৫ আগস্ট। আয়োজনে তিনটি আলাদা বিভাগ ছিল— ‘মিস ফর আমেরিকা স্ট্রং’, ‘মিসেস আমেরিকান’ এবং ‘মিসেস আমেরিকা’। এর মধ্যে ‘মিস ফর আমেরিকা স্ট্রং’ শিরোপা জয় করেছেন টেক্সাসের লায়েশা ব্রিউয়ার, যিনি অবিবাহিত নারীদের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে, ম্যাসাচুসেটসের টিফানি থর্নটন হয়েছেন এবারের মিসেস আমেরিকান ২০২৫। তাকে মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী হেইডি স্টিফেন্স।
পেইজ ইউইং ও টিফানি থর্নটন আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ‘মিসেস ওয়ার্ল্ড ২০২৬’-এ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মাধ্যমে শুধু সৌন্দর্য নয়, অংশগ্রহণকারীদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতাও মূল্যায়ন করা হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বিবাহিত নারী হওয়া শর্ত। তবে স্বামী-স্ত্রী আলাদা থাকলেও যদি আইনি ডিভোর্স না হয়, তাহলেও প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়। তবে শর্ত অনুযায়ী, বিজয়ী যদি বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করেন, তাহলে তাকে মুকুট ফিরিয়ে দিতে হয়। এ অবস্থায় রানারআপকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রথমবারের মতো ১৯৩৮ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের নারীদের আত্মপ্রকাশের বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। আয়োজন চলাকালে প্রতিযোগীরা মহড়া, নৈশভোজ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এবার সেই আসরে ইতিহাস গড়লেন জর্জিয়ার পেইজ ইউইং, যিনি যুক্তরাষ্ট্রের নতুন মিসেস আমেরিকা হিসেবে স্বীকৃতি পেলেন।