ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় “দৈনিক যায়যায়দিন” সম্পাদক শফিক রেহমান খালাস পেয়েছেন।
আজ মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাংবাদিক শফিক রেহমান আদালতে উপস্থিত ছিলেন।
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় ২০২৩ সালের আগস্টে দেওয়া রায়ে শফিক রেহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে “আমার দেশ” পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানও ছিলেন, যিনি ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি একই মামলায় খালাস পান।
অন্য অভিযুক্তরা হলেন—জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ সিজার এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।