Ridge Bangla

জয়–আনিসুল–সালমান–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার রাত পৌনে ৭টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি জানান, নিয়ম অনুযায়ী তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছে। এখন প্রসিকিউশন দল তদন্ত নথি পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেবে এবং উপযুক্ত মনে হলে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

প্রসিকিউটর তামিম বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। পরবর্তী ধাপে আমরা প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই–বাছাই করব। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযোগপত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, অপহরণসহ আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দীর্ঘদিন ধরে এই চার সাবেক প্রভাবশালী ব্যক্তির ভূমিকা নিয়ে তদন্ত চলছিল।

তদন্ত সংস্থা সম্প্রতি অভিযোগ–সংবলিত নথি, সাক্ষ্য, বিভিন্ন দালিলিক প্রমাণ এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সংগ্রহ সম্পন্ন করে প্রতিবেদন প্রস্তুত করে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন