দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবারও দুর্গাপূজার আনন্দ উপভোগ করেছেন দুই দেশেই। পূজার শুরুতেই কলকাতায় কয়েকটি দিন কাটান তিনি, আর নবমীর সকালে ছুটে আসেন ঢাকায়।
কলকাতার পূজার অভিজ্ঞতা জানিয়ে জয়া আহসান বলেন, “কলকাতার পূজা আমার কাছে দারুণ লাগে। রাত জেগে ঠাকুর দর্শন, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা সবই অসাধারণ অনুভূতি দেয়। এছাড়া পূজা পরিক্রমাও থাকে, যা আমার প্রতি বছর দেখা হয়ে থাকে।”
ঢাকায় আসার কারণ সম্পর্কে অভিনেত্রী জানান, “বাংলাদেশে যে কম্পাউন্ডে থাকি, সেখানে প্রতি বছর ঘটা করে পূজা হয়। বিশাল মণ্ডপ, প্রতিমা দেখার জন্য প্রচুর মানুষ আসে। তাই কলকাতা থেকে তড়িঘড়ি করে দেশে আসি, না হলে এ বছরের মতো বাড়ির পূজা দেখা হতো না।”
জয়া আহসান দুই দেশের পূজার পার্থক্য নিয়েও মন্তব্য করেছেন। তার ভাষায়, “বাংলাদেশেও পূজা যথেষ্ট বড় করে উদযাপিত হয়, খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকে। তবে কলকাতার পূজা আলাদা মাত্রার। সে তুলনায় সবকিছুই অনেক বেশি প্রাণবন্ত এবং আনন্দময়।”
এদিকে কাজের ব্যস্ততার কারণে জয়া ঢাকায় বেশি সময় থাকছেন না। অভিনেত্রী জানান, কয়েক দিনের মধ্যেই তিনি আবার কলকাতায় ফিরে যাবেন। তবে দুই বাংলার পূজার আনন্দ উপভোগ করার এই অভিজ্ঞতা তার জন্য বিশেষ হয়ে থাকবে।
দুই বাংলার ভক্তরাও জয়া আহসানের এই পূজার আয়োজনকে বেশ পছন্দ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ঢাকার মণ্ডপে ছবি ও ভিডিও দেখে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জয়ার এই দুই বাংলার পূজায় অংশগ্রহণ তার পেশাদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক গভীরতারও পরিচয় দিয়েছে।