বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন নতুন চমক উপহার দিলেন জয়া আহসান ও তার ভক্তদের। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে তিনি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন জয়া অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’-এর ট্রেলার। পরিচালকের প্রতি শুভেচ্ছা জানিয়ে বিগ বি লেখেন, “টনি দা, সবসময়ের জন্য আমার শুভেচ্ছা থাকবে। নতুন এই ছবির জন্য অনেক শুভকামনা।”
ট্রেলারের থাম্বনেইলে দেখা যায় জয়া আহসান, চন্দন রায় সান্যাল এবং এক শিশুশিল্পীকে। গল্পটি আবর্তিত হয়েছে সেই শিশুকে কেন্দ্র করে। ট্রেলারটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে জয়ার অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
অমিতাভ বচ্চনের ভালোবাসায় মুগ্ধ জয়া আহসান নিজেও প্রতিক্রিয়া জানান। তিনি পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে লেখেন, “শুক্রবারটা শুরু হলো হাসিমুখে। অমিতাভ বচ্চন স্যার আমাদের ‘ডিয়ার মা’ ছবির ট্রেলার শেয়ার করেছেন। আপনার আশীর্বাদের জন্য ধন্যবাদ স্যার।”
পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর নির্মাণে প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ট্রেলারে মা–মেয়ের জটিল সম্পর্ক, মানসিক দূরত্ব এবং ভালোবাসার সূক্ষ্ম অনুভূতিগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ট্যাগলাইনে বলা হয়েছে— “রক্তের সম্পর্ক না ভালোবাসার টান।”
মেয়েটি দাবা খেলছে, মা দূর থেকে তাকিয়ে আছেন— দৃশ্যটি দর্শকের মনে প্রশ্ন জাগায়, মেয়েটি কি জয়ার নিজের জন্ম দেওয়া সন্তান? না কি অন্য কোনো গল্প আছে এই সম্পর্কের পেছনে?
চিত্রনায়িকা জয়ার পাশাপাশি ছবিতে রয়েছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।
এর আগে জয়া অনিরুদ্ধর হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেছিলেন, যা মুক্তি পেয়েছিল জিফাইভ ওটিটি প্ল্যাটফর্মে।
‘ডিয়ার মা’ দিয়ে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী আবারও ফিরেছেন বাংলা সিনেমায়, বিরতির পর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা তার স্বতন্ত্র গল্প বলার ঢঙে আবার আলোচনায় এসেছেন।