Ridge Bangla

জয়দেবপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাত সাড়ে ১০টার দিকে ঢাকা ও উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ১নং প্লাটফর্মে ইঞ্জিনসহ তিন থেকে চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, ট্রেনটি জংশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। যেহেতু তখন ট্রেনের গতি কম ছিল, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে লাইনচ্যুত ট্রেনের কারণে রাজবাড়ী সড়কের যান চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

কর্তব্যরত স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, ওয়াচম্যানের ভুল সিগন্যালের কারণে এই দুর্ঘটনা ঘটে। পরে অন্য একটি ট্রেনের ইঞ্জিনের সাহায্যে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হয় এবং দুই ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে এবং সংশ্লিষ্ট ওয়াচম্যানদের আরও প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

আরো পড়ুন