Ridge Bangla

জয়কে ভিডিও বার্তা দিলো বীর

শনিবার ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। এ বিশেষ দিনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা-মা শাকিব ও অপু। সঙ্গে শুভেচ্ছার বার্তা এসেছে শাকিব-বুবলী দম্পতির একমাত্র সন্তান শেহজাদ খান বীর থেকেও।

বীর তার ফেসবুক অ্যাকাউন্টে একটি রিল ভিডিও প্রকাশ করেন, যাতে তাকে বলতে শোনা যায়, “হ্যাপি বার্থডে টু ইউ।” ভিডিওতে বার্তাটি বারবার পুনরাবৃত্তি করেন বীর। রিলের ক্যাপশনে ইংরেজি হরফে লেখা রয়েছে, “Happy Birth Day Joy Vaiya।” বীরের এই মিষ্টি বার্তা প্রকাশিত হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং দুই পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।

জন্মদিন উপলক্ষে শাকিব খান ও অপু বিশ্বাসও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা আব্রাম খান জয় ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে নজর কেড়েছে। শাকিব-বুবলীর ছেলে বীরও এ বছরের শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, এবং সে নিয়মিত পরিবারের সঙ্গে মিষ্টি মুহূর্তগুলো ভাগ করে নেয়।

এই বিশেষ দিনে দুই পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারিবারিক উষ্ণতা চোখে পড়েছে। জন্মদিন উদযাপন শুধু আব্রামের জন্য নয়, বরং দুই পরিবারের আনন্দের মুহূর্তও হয়ে উঠেছে। ছোট্ট বীরের পক্ষ থেকে দেওয়া এই মিষ্টি ভিডিও বার্তা আজকের জন্মদিনকে আরও বিশেষ করে তুলেছে। শুভ জন্মদিন জয়, শিশুদের এই আনন্দময় মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সকলের মন ছুঁয়ে গেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন