ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে টানা ভারী বর্ষণে নতুন করে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ ভূমিধস ও হড়পা বানে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। আহত হয়েছেন আরও ২৩ জন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে রিয়াসি জেলার অর্ধকুয়ারির কাছে এ ভূমিধসের ঘটনা ঘটে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাজারো পুণ্যার্থীর মধ্যে। স্থানীয় প্রশাসন, সেনা ও মন্দির কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও প্রবল বর্ষণের কারণে তা ব্যাহত হচ্ছে। রিয়াসির সিনিয়র পুলিশ সুপার পরমবীর সিংহ নিহতের সংখ্যা ৩০ জনে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মাত্র সাড়ে ছয় ঘণ্টায় ২২ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলে দক্ষিণ কাশ্মীরের সঙ্গম এলাকায় ঝিলম নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু সিটি, আরএস পুরা, সাম্বা, আখনুর, নাগরোটা, বিজয়পুর, উধমপুর ও কাঠুয়ার কিছু অংশে।
রিয়াসি জেলায় প্রতিবছর লাখো ভক্ত বৈষ্ণোদেবী মন্দিরে সমবেত হন। এবারের ভয়াবহ ভূমিধস পুণ্যার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাছাড়া এই বিপর্যয়ের কারণে জম্মু–কাশ্মীরে রেল পরিষেবা বন্ধ হয়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার উন্নতি ও ভেঙে যাওয়া রেললাইন মেরামত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিপর্যয়ের কারণে বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে।