মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ এখন কার্যকরের পথে। শুক্রবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি রায়ে রাষ্ট্রীয় বিচারকদের প্রেসিডেন্টের আদেশে সারা দেশে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা সীমিত করে দেয়। এর ফলে, আগামী ৩০ দিনের মধ্যে আদেশটি অন্তত ২৮টি রাজ্যে কার্যকর হতে যাচ্ছে।
প্রায় ১৬০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, দেশটিতে জন্মগ্রহণকারী যে কোনো ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেয়ে আসছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে অবৈধ বা অস্থায়ীভাবে বসবাসরত অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব প্রদান বন্ধ করতে চান।
এই পদক্ষেপের বিরুদ্ধে ডেমোক্র্যাট-শাসিত একাধিক রাজ্য, মানবাধিকার সংগঠন এবং নাগরিকরা আদালতে মামলা করেন। ফলে ফেডারেল আদালতের তিনজন বিচারক আদেশটির কার্যকারিতা স্থগিত করেন। তবে সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ের পর সারাদেশে এমন নিষেধাজ্ঞা জারির পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে।
সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাহী আদেশের মাধ্যমে নাগরিকত্ব বাতিল করা অসাংবিধানিক। বিচারপতি সোনিয়া সোটোমেয়র এই পদক্ষেপকে সরাসরি অসাংবিধানিক হিসেবে মন্তব্য করেছেন।
তবে হোয়াইট হাউস আশাবাদী যে, আগামী অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট চূড়ান্তভাবে ট্রাম্পের আদেশের পক্ষে রায় দেবে। যদি তা হয়, তবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের দীর্ঘদিনের ভিত্তি চ্যালেঞ্জের মুখে পড়বে এবং অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।