দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিশাল আজ শুক্রবার পালন করলেন জীবনের বিশেষ দিন। ৪৮তম জন্মদিনে ভক্তদের দিলেন সুখবর—সম্পন্ন হলো তাঁর বাগদানও। দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী সাই ধানশিকার সঙ্গেই আংটি বদল করেছেন তিনি।
চেন্নাইয়ের আন্না নগরের নিজ বাসভবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ বাগদান অনুষ্ঠান। খবরটি জানাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভক্তদের উদ্দেশে বিশাল লিখেছেন, “আমার বিশেষ দিনে সবার ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ সাই ধানশিকার সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়েছে। আশীর্বাদপুষ্ট বোধ করছি, সবার সঙ্গ চাই সবসময়।”
প্রায় ১৫ বছরের বন্ধুত্ব থেকে নতুন জীবন অধ্যায়ে প্রবেশ করলেন বিশাল ও সাই ধানশিকা। যদিও তাঁরা একসঙ্গে কোনো ছবিতে কাজ করেননি, তবে ব্যক্তিগত সম্পর্কের গভীরতা থেকেই এ বন্ধন নতুন মাত্রা পেল। এর আগে একটি ইভেন্টে তাঁরা ঘোষণা করেছিলেন, ২০২৫ সালের ২৯ আগস্ট তাঁদের জীবনে নতুন অধ্যায় শুরু হবে। প্রতিশ্রুতি রাখলেন দুই তারকাই।
ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভরিয়ে দিচ্ছেন নবদম্পতিকে। পাশাপাশি দক্ষিণী সিনেমার অনেক তারকাও পাঠাচ্ছেন শুভকামনা।
উল্লেখ্য, বিশাল এর আগে অভিনেত্রী অনীশা আল্লার সঙ্গে বাগদান করেছিলেন। ২০২০ সালের অক্টোবরে তাঁদের বিয়ে হওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়। নতুন বাগদানের খবরে তাই ভক্তদের আনন্দ দ্বিগুণ।