Ridge Bangla

জন্মদিনে অপূর্বর হৃদয় ছুঁয়ে যাওয়া অনুভূতি: “আজকের দিনটাই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত”

দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটকে আপন অভিনয়গুণে জায়গা করে নেওয়া জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আজ (২৭ জুন) উদযাপন করছেন তার জন্মদিন। তবে দিনটি শুধু তার জন্য নয়, বিশেষ আরও একটি কারণে আরও বেশি অর্থবহ—এই দিনে জন্মগ্রহণ করেছেন তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশও।

বাবা-ছেলের একই দিনে জন্মদিন—এ যেন এক অপূর্ব আশীর্বাদ। সেই অনুভূতি শেয়ার করে অপূর্ব বলেন, “আজকের দিনটা শুধুই একটা তারিখ নয়, জীবনের সবচেয়ে অলৌকিক উপহার স্মরণ করার দিন। আমার জন্মদিন, আবার আমার ছেলে আয়াশেরও জন্মদিন। এই অনন্য বন্ধনটা ভাগ করে নেওয়া যেন জীবনের সবচেয়ে সেরা উপহার।”

অপূর্ব আরও বলেন, “সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু, সহকর্মী, ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় মন ভরে গেছে। প্রতিটি বার্তা, ফোন আর শুভকামনা হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছে।”

তিনি জানান, সাধারণত নিজের জন্মদিনে কোনো আয়োজন না করলেও, প্রতি বছর আয়াশকে ঘিরে বাসায় ঘরোয়াভাবে আনন্দ উদযাপন করা হয়। তবে এবার তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় আয়াশকে নিয়ে কোনো আয়োজন করতে পারছেন না।

এই উপলক্ষে অপূর্ব কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের পাশে থাকার জন্য, আনন্দ ভাগ করে নেওয়ার জন্য, আর বারবার মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা কতটা ভাগ্যবান। সবাইকে ধন্যবাদ। আমার আর আয়াশের পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা।”

অপূর্ব একসময় বলেছিলেন, “বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়া খুবই বিরল। আয়াশ আমার জন্মদিনের সেরা উপহার। আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান বাবা মনে করি।”

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে অপূর্ব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামী সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৯

আরো পড়ুন