পাকিস্তানি জনপ্রিয় গায়ক আতিফ আসলামের বাবা মুহাম্মদ আসলাম মারা গেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দীর্ঘদিনের অসুস্থতার পর ৭৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আতিফ আসলামের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
মুহাম্মদ আসলামের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিল্পী, সহকর্মী ও ভক্তরা শোক প্রকাশ করেছেন। আতিফ আসলাম পাকিস্তানের সংগীত জগতে একজন শীর্ষস্থানীয় তারকা। ২০০০-এর দশকের শুরুতে ‘জল পরি’ অ্যালবামের মাধ্যমে তার সংগীত ক্যারিয়ার শুরু হয়। এরপর ভারতীয় চলচ্চিত্রের প্লেব্যাক গায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
তিনি উর্দু ভাষার পাশাপাশি আরও কয়েকটি ভাষায় গান গেয়েছেন এবং বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন। তার কর্মজীবনে তাকে তমঘা-ই-ইমতিয়াজ, লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসহ বহু সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়াও আতিফ ‘বোল’ নামের চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ফোর্বস এশিয়ার ১০০ তারকার তালিকায় তার নাম স্থান পেয়েছে।
আতিফ আসলাম দেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছেন। তার বাবা মুহাম্মদ আসলামের মৃত্যুতে তার পরিবার ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাঁকে শান্তি দিন, এই কামনায় সবাই মোনাজাত করছেন।