বলিউডের অন্যতম জনপ্রিয় এবং অনবদ্য কণ্ঠশিল্পী অরিজিৎ সিং আজ কেবল একজন গায়ক নন, বরং নিজেই এক অনন্য ব্র্যান্ড ও প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। মাত্র ৩৮ বছর বয়সে তার কণ্ঠস্বর বিশ্বজুড়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। স্বাভাবিকভাবেই, তার পারিশ্রমিক কত—এই প্রশ্নে কৌতূহলী ভক্তদের সংখ্যা কম নয়।
সম্প্রতি সুরকার মন্টি শর্মা এক সাক্ষাৎকারে অরিজিৎ সিংয়ের পারিশ্রমিক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি জানান, আগে একটি সম্পূর্ণ গান রেকর্ডিংয়ের প্যাকেজ ছিল মাত্র ২ লাখ রুপি, যেখানে অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা শিল্পীসহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই চিত্র বদলেছে।
মন্টি শর্মা বলেন, “অরিজিৎ যখন আমার সঙ্গে কাজ করতেন, তখন তিনি ছয় ঘণ্টা ধরে একটি গান নিয়ে বসতেন। কিন্তু এখন একটি লাইভ পারফরম্যান্সের জন্য তিনি প্রায় ২ কোটি রুপি পারিশ্রমিক নেন।” অর্থাৎ, আজকের দিনে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট পারিশ্রমিক ছুঁয়েছে কোটি রুপির ঘর।
তিনি আরও বলেন, “আগে মানুষ টেলিভিশন ও বেতারে গান শুনত, এখন মূলত ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গান শুনছে। ফলে গানের মূল্য, বিনিয়োগ এবং শিল্পীদের পারিশ্রমিকও বেড়েছে।”
বর্তমানে একটি গান তৈরি করতে গড়ে ১৫–২০ লাখ রুপি খরচ হলেও এর অধিকাংশ সত্ত্বাধিকার থাকে অডিও প্রযোজনা সংস্থার হাতে। তারাই গান থেকে বড় অঙ্কের আয় করছে বলে জানান মন্টি শর্মা।
অরিজিৎ সিংয়ের গানের জনপ্রিয়তা, তার কণ্ঠের মাধুর্য, ও সঙ্গীতে অবদানের পরিপ্রেক্ষিতে তার পারিশ্রমিকের অঙ্ক যতই হোক না কেন, তা নিঃসন্দেহে তার প্রতিভারই স্বীকৃতি।