হরিয়ানার গুরগাঁওয়ে ইউটিউবার ও বিগ বস ওটিটি বিজয়ী এলভিশ যাদবের বাড়ির বাইরে ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে সেক্টর ৫৭-এ তিনজন মুখোশধারী অজ্ঞাত হামলাকারী এলভিশের বাসভবনের দিকে এলোপাথাড়ি গুলি চালায়।
ভারতীয় গণমাধ্যমে পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা এলভিশের বাড়িতে দুটি রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমার বলেছেন, ঘটনার সময় এলভিশ নিজে বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি হরিয়ানার বাইরে অবস্থান করছেন।
পুলিশ জানিয়েছে, হামলার সময় পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, ফরেনসিক নমুনা সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গুলি বাড়ির নীচতলা ও দোতলায় লাগে। এলভিশের এক আত্মীয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হামলার আগে ইউটিউবার কোনো হুমকি পাননি। পুলিশ জানিয়েছে, পরিবার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হবে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালানো হবে।
এই ঘটনার পর এলভিশ ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।