অভিনয়, স্টারডম ও দর্শকপ্রিয়তার ভিত্তিতে ভারতের শীর্ষ ১০ অভিনেতার একটি তালিকা প্রকাশ করেছে অরম্যাক্স মিডিয়া। ২০২৫ সালের জুন মাসের এই তালিকায় দক্ষিণী তারকাদের আধিপত্য চোখে পড়ার মতো। তালিকার শীর্ষে রয়েছেন ‘বাহুবলী’খ্যাত প্রভাস। আর বলিউডের কিংবদন্তি তিন খান—শাহরুখ, সালমান ও আমির—কেউই প্রথম তিনে নেই। এমনকি সালমান ও আমির তো তালিকাতেই জায়গা পাননি।
অরম্যাক্সের তালিকা অনুসারে, প্রথম স্থানে রয়েছেন প্রভাস। মেগা বাজেটের ছবি ‘কাল্কি ২৮৯৮ এ ডি’ এবং দেশজুড়ে তার ব্যাপক জনপ্রিয়তা তাকে এই অবস্থানে রেখেছে। দ্বিতীয় স্থানে আছেন তামিল সুপারস্টার থলাপতি বিজয়।
তৃতীয় স্থানে উঠে এসেছেন ‘পুষ্পা: দ্য রুল’খ্যাত অল্লু অর্জুন, যার ক্রমবর্ধমান জনপ্রিয়তা দক্ষিণের গণ্ডি পেরিয়ে পুরো ভারতজুড়ে বিস্তৃত। চতুর্থ স্থানে রয়েছেন শাহরুখ খান। যদিও ‘জওয়ান’ ও ‘ডানকি’ বক্স অফিসে দারুণ সফল হয়েছিল, তবুও তিনি শীর্ষ তিনে ফিরতে পারেননি।
পঞ্চম থেকে অষ্টম স্থানে রয়েছেন দক্ষিণী তারকারা—অজিত কুমার, মহেশ বাবু, জুনিয়র এনটিআর ও রাম চরণ। নবম স্থানে আছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, যিনি তার ধারাবাহিক কাজ এবং বৈচিত্র্যময় চরিত্রের জন্য এখনো দর্শকদের কাছে প্রাসঙ্গিক।
দশম স্থানে রয়েছেন তেলুগু তারকা নানি, যিনি ‘দাসরা’ ও ‘হিড়োহি’র মতো ছবিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে সারা ভারতে পরিচিতি পেয়েছেন।
এই তালিকা থেকে স্পষ্ট, সালমান খান ও আমির খানের অনুপস্থিতি বলিউডের জন্য একটি সতর্ক সংকেত। বিশ্লেষকদের মতে, দক্ষিণী সিনেমার বৈচিত্র্য, নতুনত্ব ও স্টাইলিশ উপস্থাপন দর্শকদের নজর কেড়েছে। বলিউড তারকাদের দর্শকদের ভালোবাসা ধরে রাখতে এখন নতুনভাবে চিন্তা ও পরিবর্তনের দিকে মনোযোগ দিতে হবে।