স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে জনগণের ওপর। জনগণই আসল শক্তি। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন সেটি কেউ আটকাতে পারবে না।
বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মতৈক্য হয় তবে তা ইতিবাচক হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের আইন ও ব্যবস্থাপনা এবং গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্বাচনি প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সব বাহিনী মাঠে থাকবে। ইতোমধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে, বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে প্রায় ৩০ হাজার সেনা মাঠে রয়েছে, নির্বাচনকালে তা এক লাখে উন্নীত হবে। পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড, আনসারও মোতায়েন থাকবে।
মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় এখন আর সেনা নেই, পুরো এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তারা মাদকনির্ভরশীল, বিপুল পরিমাণ মাদক ঢুকছে। পরিবর্তে বাংলাদেশ থেকে চাল, শাকসবজি, ওষুধপত্র যাচ্ছে। এ প্রবাহ রোধে উদ্যোগ নেওয়া হচ্ছে। ফোর্স বৃদ্ধি করা হয়েছে, মাদক সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশ কোনো হুমকির মুখে নেই। আমাদের লক্ষ্য তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো। যত তাড়াতাড়ি তারা ফিরবে, তত দ্রুত সমস্যার সমাধান হবে।